হজে যাওয়া আসা থেকে শুরু করে যাবতীয় সকল তথ্যসমূহ
আপনি যদি হজে যেতে চান অথবা আপনার পরিবারের কেউ যদি যেতে চাই তাহলে অবশ্যই আগে থেকে হজে যাওয়া আসা থেকে শুরু করে যাবতীয় সকল তথ্যসমূহ সম্পর্কে সঠিকভাবে জেনে রাখতে হবে। তাই চলুন নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক।
পোস্ট সূচিপত্রঃ হজে যাওয়া আসা থেকে শুরু করে যাবতীয় সকল তথ্যসমূহ
- হজে যাওয়া আসা থেকে শুরু করে যাবতীয় সকল তথ্যসমূহঃ ভূমিকা
 - হজের দিন এবং তারিখ নির্ধারণ
 - হজের গাইডলাইন সমূহ
 - হজে যাবার আগে যেসব বিষয় না জানলেই নয়
 - হজের ভিসা করার প্রসেস সমূহ
 - হজে যাওয়া আসা নিয়ে আমাদের শেষ কথা
 
হজে যাওয়া আসা থেকে শুরু করে যাবতীয় সকল তথ্যসমূহঃ ভূমিকা
হজ শব্দের আরবি অর্থ হলো ইচ্ছে করা। হজ্জ সম্পন্ন করার জন্য বিভিন্ন রকম ধাপ পার করতে হয়।কিন্তু সেগুলো বিষয়ে অনেকেরই জানা থাকে না এতে করে অনেক সময় সমস্যায় পড়তে হয়। তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব।
আরো পড়ুনঃ জীবনের সর্বশ্রেষ্ঠ আমল কোনটি - ফজিলতপূর্ণ ৫০ টি নেককার আমল
হজে যাওয়া আসা থেকে শুরু করে যাবতীয় সকল তথ্যসমূহ। আপনি যদি এগুলো বিষয়ে জেনে থাকেন তাহলে হজে যাওয়া থেকে আসা পর্যন্ত অনেক সুবিধা পাবেন। তাহলে চলুন নিচের অংশ থেকে বিস্তারিত হবে এই বিষয়গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
হজের দিন এবং তারিখ নির্ধারণ
প্রতিবছর হজের দিন এবং তারিখ নির্ধারণ হয়ে থাকে এখন পর্যন্ত হজের সঠিক দিন এবং নির্ধারণ করা হয়নি। তবে প্রতিবছরের ন্যায় এই বছরেও অভ্যাস হবে সেজন্য একটি সম্ভাব্য তারিখ এবং দিন জানা গেছে। ২০২৪ সালের হজ্জের সম্ভাব্য তারিখ এবং দিন হল ২০২৪ সালের জুন মাসের ১৪ তারিখ শুক্রবার অথবা ২০২৪ সালের জুন মাসের ১৯ তারিখ বুধবার।
  এখনো হজ্জের সময় আসতে এক মাসের বেশি সময় রয়েছে যখন আমরা একেবারে সঠিক তারিখ
  জানতে পারবো তখন আপনাদেরকে সেটা জানিয়ে দেয়ার চেষ্টা করব। তবে এখানে যে
  সম্ভাব্য তারিখের কথা বলা হয়েছে এই তারিখে হজ হওয়ার সম্ভাবনা রয়েছে। 
হজের গাইডলাইন সমূহ
  হজের জন্য বাংলাদেশ ফ্লাইট থেকে শুরু করে হজের ময়দানে গিয়ে বিভিন্ন রকম নিয়ম
  এবং করণীয় কাজ রয়েছে সেগুলো সম্পর্কে অবশ্যই আপনাদের ধারণা রাখতে
  হবে। আসুন জেনে নেওয়া যাক বিমানবন্দর থেকে শুরু করে হজের ময়দানে গিয়ে কোন
  কোন কোন কাজগুলো আপনাকে করতে হবে।
- 
    হজের তারিখ নির্ধারণ করা হয়ে গেলে ঢাকা হজ্জ ক্যাম্পে যেতে হবে।
 - 
    সেখানে যে কয়দিন অবস্থান করবেন আপনার মালপত্রের ভালোভাবে খেয়াল রাখবেন।
 - 
    যদি আপনার গন্তব্য সরাসরি ঢাকা থেকে মক্কাতে হয়ে থাকে তাহলে ইহরাম বেঁধে নিবেন
    আর যদি ঢাকা থেকে মদিনায় হয়ে থাকে তাহলে সেখানে গিয়ে ইহরাম বেধে মক্কার
    উদ্দেশ্যে যাবেন।
 - 
    এবার নির্দিষ্ট তারিখে ঢাকা বিমানবন্দরে পৌঁছাতে হবে সেখানে আপনার জিনিসপত্র
    ভালোভাবে নিয়েছেন কিনা চেক করবেন।
 - 
    বিমানের কাউন্টারে মাল রাখার পরে টোকেন দিলে সেটা ভালোভাবে রাখবেন যাতে হারিয়ে
    না যাই।
 - 
    এবার জেদ্দা বিমানবন্দরের নামিয়ে দেওয়া হবে নামার পরে আপনি আপনার পরিচয় পত্র
    গলায় ঝুলিয়ে নিবেন। 
 - 
    মক্কায় পৌঁছানোর পরে আপনার মালামাল গুলো ভালোভাবে নামিয়ে নিবেন এবং যদি
    ক্লান্ত হয়ে যান তাহলে বিশ্রাম নিবেন।
 - 
    এবার কাবা শরীফ প্রবেশ করবেন সবাই একসাথে যাবেন।
 - 
    হজের নিয়তে ইহরাম বেঁধে নিবেন এবং আট জিলহজ যোহরের আগে মিনায় পৌঁছে যাবেন।
 - 
    মিনায় অবস্থানরত সময়ে ফরজ সহ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে নিবেন।
 - 
    এবার আরাফাতের ময়দানে প্রবেশ করতে হবে এটি হজের অন্যতম একটি ফরজ। 
 - ৯ জিলহজ দুপুরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করুন এবং যোহরের এবং আসরের নামাজ নিজ নিজ তাবুতে আদায় করে নিবেন।
 - 
    মাগরিবের নামাজ পড়ার আগে মুজদালিফার দিকে রওনা হতে হবে।
 - মুজদালিফায় অবস্থানরত সময়ে মাগরিবের নামাজ এবং এশার নামাজ আদায় করতে হবে।
 - 
    এবং রাতের বেলা শয়তানকে মারার জন্য কংকর সংগ্রহ করুন। মহিলাদের জন্য এটা
    গুরুত্বপূর্ণ নয়। 
 - 
    ১০ জিলহজ শয়তানকে দশটি করে কঙ্কর নিক্ষেপ করুন। নারীদের ক্ষেত্রে এটি রাতের
    বেলা নিরাপদ।
 - 
    কঙ্কর নিক্ষেপ করা সম্পূর্ণ হলে এবার আপনার কোরবানি করে নিবেন। 
 - 
    সবশেষে সবকিছু পালন করার পরে হজের দোয়া শেষ হওয়ার পরে আপনার হজ টি সম্পন্ন
    হয়ে যাবে। 
 
আরো পড়ুনঃ যেকোনো দোয়া কবুল হওয়ার উপায় - শুদ্ধভাবে দোয়া করার নিয়ম
  হজে যাওয়ার থেকে আসা পর্যন্ত আপনাদের সকলকে অবশ্যই মাথায় রাখতে হবে। এর
  মধ্যে কোনটি যদি ভুল হয়ে যায় তাহলে সমস্যায় পড়তে পারেন সেজন্য অবশ্যই এই
  দিকগুলো বিশেষ গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করবেন। এছাড়াও আরো কিছু
  তথ্য রয়েছে সেগুলো নিচের অংশ থেকে জেনে নিন।
হজে যাবার আগে যেসব বিষয় না জানলেই নয়
  হজে যাওয়ার আগে আপনার বেশ কিছু বিষয় জানতেই হবে। কারণ এগুলোর মধ্যে যদি
  আপনি বাদ দেন অনেক বেশি সমস্যা হতে পারে। তাই আসুন জেনে নেওয়া যাক হজে
  যাওয়ার আগে যেসব বিষয়ে জানতে হবে এবং যেগুলো কাজ করতে হবে। 
- 
    পাসপোর্ট টিকেট এবং ডলার সংগ্রহ করতে হবে।
 - 
    পাসপোর্ট ভিসা এবং টাকা রাখার জন্য গলায় ঝুলানো একটি ব্যাগ নিতে হবে।
 - 
    ইহরামের কাপড় নিতে হবে কমপক্ষে দুই সেট।
 - 
    নরম ফিতা ওয়ালা স্পন্স এর সেন্ডেল নিতে হবে।
 - 
    ইহরামের কাপড়ের সাথে যদি বের করতে হয় তাহলে সেটা নিতে হবে। ইহরামের বেল্ট
    কেমন হয় সেটা দোকানদারকে বললে আপনাকে দিবে।
 - 
    গামছা তোয়ালে গেঞ্জি এগুলো নিতে হবে।
 - 
    লুঙ্গি পাঞ্জাবি পাজামা এগুলো কয়েক সেট করে নিতে হবে।
 - 
    সাবান পেস্ট ব্রাশ মিসওয়াক নিতে হবে।
 - 
    নক কাটার যন্ত্র এবং সুই সুতা নিতে হবে।
 - 
    খাবার খাওয়ার জন্য থালা বাটি এবং গ্লাস নিতে হবে।
 - নারীদের জন্য বোরকা নিতে হবে।
 - 
    ধর্মীয় পুস্তক এবং কোরআন শরীফ হতে পারেন যেটা মাঝে মাঝে করতে পারবেন।
 - 
    অনেক সময় সেখানে হালকা শীত লাগতে পারে সেজন্য শীতের কিছু নিবেন।
 - 
    কেউ যদি চশমা ব্যবহার করেন তাহলে সেটা নিতে পারেন।
 - 
    মালপত্র নেওয়ার জন্য ছুট কেস অথবা ব্যাগ নিতে পারেন এবং সেখানে যাতে তালা মারা
    যায়।
 - 
    এছাড়া বাংলাদেশের টাকা নিবেন কারণ হজ থেকে ফেরার পরে বাংলাদেশ বিমান বন্দর
    থেকে বাসায় যাওয়ার জন্য ভাড়া বাবদ টাকা প্রয়োজন হবে। 
 
হজের ভিসা করার প্রসেস সমূহ
হজের ভিসা করার প্রসেস সমূহ সম্পর্কে অনেকে জানতে চেয়ে থাকেন। আসলে ভিসা করার জন্য আপনি নিজে নিজে করতে পারবেন না বাংলাদেশের অনেক হজ ভিসা এজেন্সি রয়েছে তাদের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে এবং সেখানে আপনার প্রয়োজনে কিছু ডকুমেন্ট লাগবে।
যেমন আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি, আপনার বর্তমান ঠিকানা, জন্ম তারিখ সহ আরো অনেক তথ্য চাইতে পারে সেগুলো আপনি তাদেরকে দিবেন তাহলে তারা আপনাকে হজের জন্য ভিসা প্রসেসিং করে দিবে।
  তবে মনে রাখবেন বাংলাদেশের এই সকল জায়গাতে অনেক দালাল থাকে সেজন্য বিশ্বস্ত কোন
  এজেন্সির মাধ্যমে এগুলো কাজ সম্পন্ন করে নিবেন। যদি আপনার পরিচিত কেউ থাকে
  তাহলে আরো অনেক বেশি ভালো হয়। তো সবার হজ্বযাত্রা শুভ হোক এই কামনা করি
  আজকের আর্টিকেল এখানেই শেষ করছি। 
হজে যাওয়া আসা নিয়ে আমাদের শেষ কথা
হজে যাওয়া আসা থেকে শুরু করে যাবতীয় সকল তথ্যসমূহ সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা এই সকল বিষয়ে ভালোভাবে জানতে পেরেছেন। তবে মনে রাখবেন অনেক সময় দালাল আপনাদেরকে নিঃস্ব করে দিতে পারে সেজন্য এদিকে খেয়াল রাখবেন। এরকম আরো তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করে আমাদের সাথেই থাকুন। সবার জন্য শুভকামনা রইল সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।

.png)
মিহি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url